সর্বশেষ
মির্জাপুরে মসদই মাঠে ক্রিকেট ফাইনাল ৩ এপ্রিল
টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার মসদই মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ৩ এপ্রিল। সারা বাংলাদেশের টেপটেনিসের খেলোয়াড় নিয়ে মসদই মাঠে ফাইনালে শিরোপার জন্য প্রতিদ্বন্দিতা করছে সিটি এক্সপ্রেস টাঙ্গাইল বনাম ধামরাই জায়ান্ট শ্লেয়ার্স।
টেপটেনিস ক্রিকেট সুন্দর ভাবে তুলে ধরার জন্য মির্জাপুর উপজেলার মসদই প্রাথমিক বিদ্যালয়ের মাঠ আকর্ষনীয় রঙে সাজানো হয়। বিভিন্ন রঙের সাজিয়ে মাঠ জামজমক ভাবে ক্রিকেট আয়োজন করা যায় সেটা মসদই গ্রামের ক্রিকেট ক্রীড়াপ্রেমীরাই তার প্রমাণ।
দূরান্ত থেকে মসদই মাঠের টেপটেনিস ক্রিকেট খেলা দেখতে আসে ক্রীড়াপ্রেমী মানুষ। সিজন- এর গ্রান্ড ফাইনাল ২০২৫ আরো আর্কষনীয় হবে সেটা জানান দিয়েছে আমেনা স্পোর্টস হাউজ।
এম.কন্ঠ/ ১৮ মার্চ /এম.টি