প্রবীন আইনজীবী আব্দুল বাকী মিয়ার ইন্তেকাল
বাংলাদেশ বার কাউন্সিলর সদস্য প্রবীন আইনজীবী মোহাম্মদ আব্দুল বাকী মিয়া ৫ এ মার্চ ২০২৫ রোজবুধবার সকাল ১০.৫ মিনিট এ ঘটিকায় ইন্তেকাল করেছেন।
সকালে টাঙ্গাইল শহরের সাবালিয়া এলাকার নিজ বাসভবনে অসুস্হ হয়ে পড়লে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে রেখে গেছেন। তিনি ১৯৭৮ অত্র বারে যোগদান করে।
লাশ প্রথমে সাবালিয়া বাসভবনে নেয়া হয়। পরে দুপুরে কোর্ট এলাকায় আনা হয়। সেখানে অনুষ্ঠিত জানাজায় সিনিয়র জেলা ও দায়রা জজ মো. নাজিম-উদ্দৌলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোস্তফা শাহরিয়ার খান এবং নারী ও শিশু দমন নির্যাতন ট্রাইবুনাল বিচারক ( জেলা জজ) কাউসার আহমেদ সহ অন্যান্য বিচারক মন্ডলী, বারের সভাপতি মহম্মদ জহুর আজহার সাধারণ সম্পাদক এ কে এম রফিকুল ইসলাম রতন পি পি শফিকুল ইসলাম রিপন , নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল পিপি ওমরাও খান দিপু দিপুর সহ বর্তমান এডিশনাল পিপি ও জিপি সহ এপিপি ও এজিপি এবং বারের সিনিয়ার ও জুনিয়র আইনজীবী উপস্থিত ছিলেন।
এছাড়া কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু এবং জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিন শাহীন জেলা বিএনপির সাধারণল সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা বিএনপি সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু ও অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন স্তরের মানুষ অংশ নেন।
আব্দুল বাকী মিয়া টাঙ্গাইলের সরকারি উকিল (জিপি) হিসেবে দায়িতাব পালন করছিলেন। এ ছাড়া ২০০১ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত সরকারি কৌঁসুলি (পিপি) ছিলেন। তিনি টাঙ্গাইল জেলা আ্যাডভোকেট বার সমিতির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ও ব্লাস্ট এর টাঙ্গাইল ইউনিটের পরিচালনা কমিটির সভাপতি ছিলেন।বিকেলে তাঁকে বাসাইল উপজেলার যশিহাটী গ্রামের বাড়িতে দাফন করা হয়।
এম.কন্ঠ/ ০৫ মার্চ /এম.টি