সর্বশেষ
বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা
টাঙ্গাইলের বাসাইলে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দুইটি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছেন লাবীব গ্রুপের চেয়ারম্যান সালাউদ্দিন আলমগীর রাসেল।
শনিবার (১ মার্চ) দুপুরে উপজেলার ময়থা উত্তরপাড়া সূত্রধরবাড়ি এলাকায় ক্ষতিগ্রস্ত গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের পরিবারকে দুই লাখ টাকা অনুদান দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন লাবীব গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল আলম মনির, একাউন্ট ম্যানেজার আয়েত উল্লাহ, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি কাজী শহীদুল ইসলামসহ অনেকে।
গত ২৩ ফেব্রুয়ারি সকালে গেরীন্ড সূত্রধর ও ননী সূত্রধরের দুইটি বসতঘরে আগুন লাগে। এসময় বসতঘরসহ মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় নিঃস্ব হয়ে পড়ে এই দুইটি পরিবার।
এম.কন্ঠ/ ০২ মার্চ /এম.টি