সর্বশেষ
কালিহাতীতে ডেভিল হান্টে ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার গ্রেফতার
অপারেশন ডেভিল হান্ট’-এর অংশ হিসেবে টাঙ্গাইলের কালিহাতীতে নারান্দিয়া ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে উপজেলা নগরবাড়ি গ্রামে নিজ বাড়ি থেকে পুলিশ ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদারকে গ্রেফতার করেছে। গ্রেফতারের পর মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া জানান,ভাংচুর ঘটনায় নিয়মিত মামলায় উপজেলা নারান্দিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ তালুকদারকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃত ইউপি চেয়ারম্যান মাসুদ তালুকদার কালিহাতী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও নগরবাড়ি গ্রামের মৃত আব্দুল মান্নান তালুকদারের ছেলে।
এম.কন্ঠ/১১ ফেব্রুয়ারী /এম.টি