টাঙ্গাইলে প্রতারণার অভিযোগে আদম ব্যবসায়ী সজিবের বিরুদ্ধে আদালতে মামলা
প্রতারণা, জালিয়াতিসহ নানা অভিযোগ এনে মো. সজিব নামে এক আদম ব্যবসায়ীর বিরুদ্ধে টাঙ্গাইলের জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সদর থানা আমলী আদালতে মামলা করা হয়েছে।
গত ২০ জানুয়ারি কাগমারা এলাকার মহারাজের ছেলে আজাদ আলী বাদি হয়ে এ মামলা করেন। সজিব শহরের কাগমারা এলাকার মৃত আওয়াল মিয়ার ছেলে। মামলার পর থেকে সজিব আত্মগোপনে রয়েছেন।
মামলা সূত্রে জানা যায়, আজাদ আলীর চাচাতো ভাই মতিয়ার রহমানকে কম্বোডিয়াতে পাঠানোর জন্য আদম ব্যবসায়ী সজিবের সাথে পরামর্শ করেন। সজিব সাড়ে পাঁচ লাখ টাকা দাবি করলে গত বছরের ১২ নভেম্বর সজিবকে দুই লাখ টাকা দেন আজাদ। পরবর্তীতে ভিসা ও বিমানের টিকিটের জন্য ২৭ ডিসেম্বর আরও আড়াল লাখ টাকা নেয় সজিব। সজিবের চাহিদার পুরো টাকা নেয়ার পরও ২৭ ডিসেম্বর আজাদ ও তার চাচাতো ভাই মতিয়ার রহমান দিনভর ঢাকা শাহজাহাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবস্থান করেও কোন লাভ হয়নি। মতিয়ার রহমান কম্বোডিয়া যেতে পারায় সজিবের কাছে টাকা দাবি করলে সজিব টাকা নেয়ার বিষয়টি অস্বীকার করে উল্টো পাল্টা কথা বলতে থাকে। পরবর্তীতে টাকা না চাওয়ার জন্য বিভিন্নভাবে হুমকি দেন সজিব।
এম.কন্ঠ/ ২৫ জানুয়ারী /এম.টি