সর্বশেষ
টাঙ্গাইল শহরে চুরি ছিনতাই রোধে পুলিশি চেকপোস্ট
টাঙ্গাইল শহরে চুরি ছিনতাই রোধে শহরের প্রবেশ মুখসহ গুরত্বপূর্ণ পয়েন্টে সন্ধ্যাকালীন পুলিশি চেকপোস্ট কার্যক্রম অব্যাহত রাখা হয়েছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে শহরের পলিটেকনিক্যাল কলেজের সামনে, ডিস্ট্রিক গেইট, আশেকপুর উপজেলার সামনে, বাজিতপুর, শান্তিকুঞ্জমোড়সহ গুরত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট বসানো হচ্ছে। এসময় কাউকে সন্দেহ হলে জিজ্ঞাবাদও করা হচ্ছে।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, পুলিশ সুপার মো. মিজানুর রহমান স্যারের নির্দেশনায় শহরের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে গুরত্বপূর্ণ পয়েন্টে চেক পোস্ট বসানো হয়েছে। এতে ভাল সাড়াও পাওয়া যাচ্ছে। শহরের চুরি ছিনতাই অনেকটাই কমে গিয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এম.কন্ঠ/ ২২ জানুয়ারী /এম.টি