ঢাকা ০৫:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ জানুয়ারী ২০২৫, ৫ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
ঘাটাইলে দুই শিক্ষকের মৃত্যুতে স্মরণসভা অনুষ্ঠিত টাঙ্গাইল হাসপাতালে চোর সন্দেহে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়ে হত্যা টাঙ্গাইলে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অনশন টাঙ্গাইলে সমন্বিত বন্যা সহনশীল কর্মসূচি পর্যায়-৩ এর উদ্বোধন বাসাইলে গরিব-অসহায় ও শীতার্তদের মাঝে পৌরসভার উদ্যোগে কম্বল বিতরণ টাঙ্গাইলে ৩দিন ব্যাপী লোকজ সাংস্কৃতিক ও পিঠা উৎসব শুরু টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৫টি ট্রাক জব্দ কালিহাতী পৌরসভায় তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা কালিহাতীতে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

ওয়ান ক্লাবের সাথে গোলশূন্য ড্র করলো হ্যানডেট ক্লাব

ক্রীড়া প্রতিবেদক :
প্রকাশ: ০১:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ওয়ানক্লাবের সাথে হ্যানডেট ক্লাবের প্রাণহীন ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকে ওয়ান ক্লাব ও হ্যানডেট ক্লাবের আক্রমন পাল্টা আক্রমন মধ্য মাঠে সীমাবদ্ধ থাকে। মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমন থেকে বল পেয়ে দুইদলের দক্ষ স্টাইকারের অভাবে কেউ কাঙ্খিত গোলটি বের করতে পারেনি। খেলার ১১মিনিটের সময় হ্যানডেট ক্লাবের স্টাইকার নাসিমের গোলবারমুখী দূরন্ত উঁচু শট ওয়ান ক্লাবের গোলরক্ষক সুব্রত কুমার ধর চমৎকার ভাবে প্রতিহত করেন। এছাড়া গোল করার মতো সহজ সুযোগ কোন দলই সৃষ্টি করতে না পারলে গোলশূন্য হিসাবে খেলা শেষ হয়।

হ্যানডেট ক্লাব ৩ খেলায় ১টি ও ২টি ড্রয়ে ৫ পয়েন্ট এবং ওয়ান ক্লাব ১টি ম্যাচে পরাজয় এবং ২টি ম্যাচে ড্র করে ২টি পয়েন্ট অর্জন করেছে।

ওয়ান ক্লাবঃ- সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। হ্যানডেট ক্লাবঃ ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, ভূঁইয়া, নোমান ও এডভোকেট নাসিম। রেফারীঃ সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারীঃ মোজাম্মেল হক। পরবর্তী ম্যাচ ঃ ফিফটি ক্লাব বনাম টেন ক্লাব(২৫/১২/২০২৪)।

 

এম.কন্ঠ/ ১২ ডিসেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

ওয়ান ক্লাবের সাথে গোলশূন্য ড্র করলো হ্যানডেট ক্লাব

প্রকাশ: ০১:২৬:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ওয়ানক্লাবের সাথে হ্যানডেট ক্লাবের প্রাণহীন ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে ফোরটি আপ ব্রাদার্সের আয়োজনে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের ৫ম ম্যাচ অনুষ্ঠিত হয়।

খেলার শুরু থেকে ওয়ান ক্লাব ও হ্যানডেট ক্লাবের আক্রমন পাল্টা আক্রমন মধ্য মাঠে সীমাবদ্ধ থাকে। মাঝে মাঝে বিক্ষিপ্ত আক্রমন থেকে বল পেয়ে দুইদলের দক্ষ স্টাইকারের অভাবে কেউ কাঙ্খিত গোলটি বের করতে পারেনি। খেলার ১১মিনিটের সময় হ্যানডেট ক্লাবের স্টাইকার নাসিমের গোলবারমুখী দূরন্ত উঁচু শট ওয়ান ক্লাবের গোলরক্ষক সুব্রত কুমার ধর চমৎকার ভাবে প্রতিহত করেন। এছাড়া গোল করার মতো সহজ সুযোগ কোন দলই সৃষ্টি করতে না পারলে গোলশূন্য হিসাবে খেলা শেষ হয়।

হ্যানডেট ক্লাব ৩ খেলায় ১টি ও ২টি ড্রয়ে ৫ পয়েন্ট এবং ওয়ান ক্লাব ১টি ম্যাচে পরাজয় এবং ২টি ম্যাচে ড্র করে ২টি পয়েন্ট অর্জন করেছে।

ওয়ান ক্লাবঃ- সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। হ্যানডেট ক্লাবঃ ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল, মোস্তফা খান, মোহাম্মদ রফিক, ভূঁইয়া, নোমান ও এডভোকেট নাসিম। রেফারীঃ সুলতান মাহমুদ এবং ম্যাচ রেফারীঃ মোজাম্মেল হক। পরবর্তী ম্যাচ ঃ ফিফটি ক্লাব বনাম টেন ক্লাব(২৫/১২/২০২৪)।

 

এম.কন্ঠ/ ১২ ডিসেম্বর /এম.টি