টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর হানাদার মুক্ত দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাদল
টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর টাঙ্গাইলে হানাদার মুক্ত দিবস পালন করেছে জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধাদল। এ উপলক্ষে বুধবার দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদি মুক্তিযোদ্ধাদল জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ স্মৃতি পৌর উদ্যান থেকে বিজয় র্যালী বের হয়।
এটি শহরের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করে। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা খালেক মন্ডল ও সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা প্রমুখ।
এসময় জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, সাবেক জেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল হক সানু, যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন, আবুল কাশেম, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী, সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, জেলা যুবদলের আহবায়ক খন্দকার রাশেদুল আলম রাশেদসহ বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে র্যালী চলাকালে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এসময় পুরো এলাকায় উত্তেজনা ছড়িয়ে পরে। পরে নেতৃবৃন্দদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিগত ১৫ বৎসরে ফ্যাসিস্ট হাসিনা সরকার প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে দলীয় করনের মাধ্যমে ভূয়া মুক্তিযোদ্ধা তৈরি করেছে। আমরা বর্তমান সরকার কাছে ভূয়া মুক্তিযোদ্ধাদের বিচার এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদের তালিকায় অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি।
এম.কন্ঠ/ ১১ ডিসেম্বর /এম.টি