টাঙ্গাইলে বিশ্ব মানবাধিকার দিবসে জেলা পুলিশের মানববন্ধন
টাঙ্গাইলে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা পুলিশ। মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় পুলিশ সদস্যরা বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে অবস্থান করেন। প্ল্যাকর্ডে লেখা ছিল, মানবাধিকার নিশ্চিত করতে পুলিশকে সাহায্য করুন, মানবাধিকার লঙ্ঘন রুখে দাঁড়াই, পুলিশের কাধে কাধ মিলাই, আইনশৃঙ্খলা বজায় রাখি, মানবাধিকার রক্ষা করি, পুলিশ ও জনতা, শান্তি সুরক্ষা মানববতা, মানবাধিকারের জয়গানে, পুলিশ থাকবে সামনে, মানবাধিকার রক্ষায় বাংলাদেশ পুলিশ অঙ্গীকারবদ্ব ইত্যাধি।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সোহেল রানা, আব্দুল্লাহ আল মামুন, মাহমুদুল হাসান, ডিআইও-১ হারেছ মিয়া, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি উত্তরের) ওসি মীর মোশারফ হোসেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা প্রমুখ। এসময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিশ্ব মানবাধিকার দিবসে বলতে চাই আমরা পুলিশ বাহিনী সদা সর্বদা সাধারণ মানুষের পাশে আছি ও থাকবো। যে কোন মুহুর্তে পুলিশ বাহিনী সাধারণ মানুষের ধারে ধারে থাকবো। আমরা মানবাধিকার লঙ্ঘন হয় এমন কোন কাজে জড়িত হবো না।
এম.কন্ঠ/ ১০ ডিসেম্বর /এম.টি