বাসাইলে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি
টাঙ্গাইলের বাসাইলে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) ভোররাতে বাসাইল বাজারের নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বাসাইল বাজারের উত্তরপাশে নিউ গ্রামীণ জুয়েলারি ওয়ার্কসপের মালিক শ্যামল সরকার প্রতিদিনের ন্যায় সোমবার (২ ডিসেম্বর) রাতে দোকানটি বন্ধ করে বাড়িতে চলে যায়। পরে মঙ্গলবার সকালে তিনি দোকানটি খুলে ভেতরে প্রবেশ করে জিনিসপত্র এলোমেলোভাবে পড়ে থাকতে দেখেন। এসময় টিনের বেড়া ও চাল কাটা অবস্থায় দেখতে পান। বিষয়টি তাৎক্ষণিক ছড়িয়ে পড়লে বাজারের লোকজন এসে ভির জমায়। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে থানা পুলিশ।
দোকানটির মালিক শ্যামল সরকার বলেন, ‘রাতের আধারে টিনের চাল ও বেড়া কেটে দুর্বৃত্তরা দোকানে প্রবেশ করে। এসময় দোকানে থাকা প্রায় ৫ লাখ টাকার স্বর্ণ ও রূপা চুরি করে নিয়ে যায় তারা। এ ঘটনায় আমি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। বাজারে নাইটগার্ড থাকা অবস্থায় কিভাবে চুরি হয় বুঝি না।’
বাসাইল বাজার বণিক সমিতির সভাপতি আব্দুল হক বলেন, ‘এরআগেও বাজারের কয়েকটি দোকানে চুরি হয়েছে। নাইটগার্ড বাড়ানো হয়েছে, তারপরও চুরি হচ্ছে। এটা অত্যান্ত দুঃখজনক। পুলিশ প্রশাসনের এদিকে একটু নজর বাড়ানো উচিৎ।’
বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
এম.কন্ঠ/ ০৩ ডিসেম্বর /এম.টি