সর্বশেষ
টাঙ্গাইলে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ’ কর্মশালা
টাঙ্গাইলে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি অবহিতকরণ’ কর্মশালা জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) এ কর্মশালার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন এনএসডিএ নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। জেলা প্রশাসক শরীফা হকের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপক এনএসডিএ সদস্য (যুগ্ম সচিব) মো. জোহর আলী।
এতে বক্তব্য রাখেন স্থানীয় সরকারের উপপরিচালক শিহাব রায়হান, সিভিল সার্জন ডা. মো. মিনহাজ উদ্দিন মিয়া, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। এ সময় বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তার উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৮ নভেম্বর /এম.টি