টাঙ্গাইলে শহীদ স্মৃতি ক্রিকেটার্স টুর্নামেন্টে ইউনিক ক্লাব ও আমেনা স্পোর্টস হাউস ফাইনালে
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্বরণে শহীদ স্মৃতি ক্রিকেটার্স কাপ টি-টুয়ান্টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে ইউনিক ক্লাব ও আমেনা স্পোর্টস হাইস।
শনিবার টাঙ্গাইল স্টেডিয়ামে টাঙ্গাইল খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে দিনব্যাপী ২টি সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
১ম সেমিফাইনালে ইউনিক ক্লাব ৮ উইকেটে কালিহাতী গ্রীণ ক্লাবকে এবং দ্বিতীয় সেমিফাইনালে আমেনা স্পোর্টস হাউস ৭ উইকেটে ইয়ং স্পোটিং ক্লাবকে পরাজিত করেছে।
১ম সেমিফাইনালে টস হেরে কালিহাতী গ্রীণ ক্লাব প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২০৮ রান করে। দলের তুষার সর্বোচ্চ ২২ রান করে। বোলিংয়ে বিজয়ী দলের লিমন ও ইমতিয়াজ যথাক্রমে ২ ও ৫ রানে ২টি করে উইকেট দখল করে।
জবাবে ইউনিক ক্লাব ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০৯ রান করে ফাইনালে উঠেছে। দলের পক্ষে রিজান হোসেন অপরাজিত ৬০ রান করে। বিজয়ী দলের লিমন ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়।
২য় সেমিফাইনালে টস জয়ী ইয়ং স্পোটিং ক্লাব প্রথম ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭০ রান করতে সমর্থ হয়। দলের পক্ষে নাজমুল হোসেন মিলন ১৭ ও প্রীতম ১২ রান করে।
বোলিংয়ে বিজয়ী দলের অনিক, ইমু, রিফাতুল জাবির ও সান প্রত্যেকে ২টি করে উইকেট দখল করে। জবাবে আমেনা স্পোর্টস হাউস ১২.৩ ওভারে ৩ উইকেটে ৭২ রান জয়ের লক্ষ্যে পৌছে ফাইনালে উঠে।
দলের পক্ষে রিফাত বেগ অপরাজিত ৩৪ রান করে। বিজিত ইয়ং স্পোটিং ক্লাবের শরিফ ২টি উইকেট দখল করে। বিজয়ী দলের পক্ষে রিফাত বেগ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। আগামী ১২ নভেম্বর টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
এম.কন্ঠ/ ০৯ নভেম্বর /এম.টি