সর্বশেষ
টাঙ্গাইলে গ্রামভিত্তিক অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
টাঙ্গাইল সদর উপজেলার কাতুলী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গ্রামভিত্তিক ভিডিপি মৌলিক প্রশক্ষিনের সমাপ্ত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ইউনিয়ন পরিষদের হলরুমে প্রথম ধাপের (পুরুষ ও মহিলা) ১০ দিনব্যাপি প্রশিক্ষনের সমাপ্ত হয়। সদর উপজেলা আনসার ও ভিডিপি এ প্রশিক্ষনের আয়োজন করে।
কাতুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ইকবাল হোসেনের সভাপতিত্বে অতিথি ছিলেন সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি ও দৈনিক মজলুমের কণ্ঠের সহকারি সম্পাদক এসএম আওয়াল মিয়া।
এতে বক্তব্য রাখেন সদর উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা দেওয়ান হাছিনা, প্রশিক্ষক মো. ওয়াসিম, আব্দুল কাদের জোয়ারদার ও কাতুলী ইউনিয়ন ভিডিপি দলনেতা মো. রফিকুল ইসলাম জোয়ারদার প্রমুখ। এ প্রশিক্ষনে ৬৩ ভিডিপি সদস্য অংশ নেন।
এম.কন্ঠ/ ০৩ অক্টোবর /এম.টি