টাঙ্গাইলে শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে ভাড়া কমালো চালকরা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও জনসাধারনে দাবির প্রেক্ষিতে টাঙ্গাইল মগড়া সড়কের সিএনজি চালিত অটো রিকশা ও ব্যাটারি চালিত অটো রিকশার ভাড়া কমানো হয়েছে। রোববার সিএনজি মালিক সমিতির নেতা কর্মীদের সাথে সমন্বয় করে ভাড়া কমানো হয়।
শহরের ডিস্টিক গেইট হতে গালার ভাড়া ১৫ টাকা, কলেজ মোড়ের ভাড়া ২০ টাকা, কুইজবাড়ীর ভাড়া ২৫ টাকা, আয়নাপুর, মগড়া ও চৌরকররার ভাড়া ৩০ টাকা, নন্দবালা ও পটল বাজারের ভাড়া ৪০ টাকা করা হয়েছে।
এ সময় উপস্থিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার সমন্বয়ক ইফফাত রাইসা নূহা, আব্দুল নুর তুষার, মনিরুল ইসলাম ও আলআমিন সিয়াম প্রমুখ।
এ ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ শহরের বিবেকানন্দ হাই স্কুল এন্ড কলেজের শিক্ষকদের সাথে মতবিনিময় করে। বিগত দিনে আন্দোলনকারী শিক্ষার্থীদের উপর হামলা করায় অধ্যক্ষ আনন্দ মোহন দে’কে কলেজ থেকে পদত্যাগ করার দাবি জানানো হয়। এছাড়া সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ড. শরিফুল ইসলাম রিপন মতবিনিময় করেন সমন্বয়করা। যে সব শিক্ষকরা আন্দোলনের সময় শিক্ষার্থীদের বাঁধা দিয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়।
এম.কন্ঠ/ ১১ অগাস্ট /এম.টি