সর্বশেষ
টাঙ্গাইলে মাঠ দিবস অনুষ্ঠিত
“মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প” এর আওতায় টাঙ্গাইলে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে সদর উপজেলার গালা ইউনিয়নের রসূলপুর নয়াপাড়া গ্রামে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এতে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কবির হোসেন।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (পিপি) নুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত উপপরিচালক (শষ্য) সাজ্জাদ হোসেন তালুকদার, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) শোয়েব মাহমুদ, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুমানা আকতার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আরিফুল ইসলাম প্রমুখ। এসময় সদর উপজেলার উপসহকারী কর্মকর্তা ও ২০০ জন কৃষক ও কৃষাণীরা উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১০ জুন /এম.টি