ঢাকা ০৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
ওয়ান ক্লাবের সাথে গোলশূন্য ড্র করলো হ্যানডেট ক্লাব টাঙ্গাইলে জেলা পর্যায়ে ওয়ার্ডমাস্টার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ টাঙ্গাইলে শীতের রাতে আলোকিত ব্যাডমিন্টন খেলা কালিহাতীতে ভোটারদের মধ্যে স্মার্ট কার্ড বিতরণ টাঙ্গাইলে মওলানা ভাসানীর জন্মবার্ষিকী পালিত ঘাটাইলে মোটরসাইকেল কেড়ে নিল কলেজ শিক্ষার্থীর প্রাণ টাঙ্গাইলে নিরাপত্তাজনিত কারনে সাবেক কৃষিমন্ত্রী রাজ্জাকে আদালতে তোলা হয়নি টাঙ্গাইল প্রেসক্লাবের নবাগত কমিটির সাথে জেলা বিএনপির মতবিনিময় সভা টাঙ্গাইল প্রেসক্লাবের কমিটিকে অভিনন্দন জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন টাঙ্গাইলে দীর্ঘ ১৭ বছর পর হানাদার মুক্ত দিবস পালন করেছে মুক্তিযোদ্ধাদল

ভূঞাপু‌রে নিখোঁজের ৯দিন পর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার

ভূঞাপুর প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর ধান ক্ষেত থে‌কে বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌ক্ষেত থে‌কে বন্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার করা হয়।

এরআগে ওইগ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে এবং স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) গত ২৬ মে দুপু‌রে নি‌খোঁজ হয়। ওই শিক্ষার্থী নি‌খো‌ঁজ হওয়ার পর তা‌কে উদ্ধা‌রে থানায় সাধারন ডায়রী ক‌রেন শ‌র্মিলার বাবা সুমন মিয়া।

এদি‌কে ধানক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার হওয়ার খব‌রে আশপা‌শের শতশত মানুষ দেখ‌তে ভীড় কর‌ছে। এছাড়া ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রে‌ছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার উধ্বর্তন কর্মকর্তারা।

নিহত শ‌র্মিলার বাবা সুমন মিয়া ব‌লেন, কা‌রোর সা‌থে কোন শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোজ হওয়ার পর কেউ মু‌ক্তিপন বা টাকা পয়সা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয় স্বজ‌নের বা‌ড়ি‌তে খোজ ক‌রেও তার সন্ধান পায়‌নি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধান ক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এরআগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে নৃশংস হত‌্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবী ক‌রি।

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেচে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পড়নের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মো. আহসান উল্লাহ জানান, বন্তাব‌ন্দি একটা মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।

এম.কন্ঠ/ ০৩ জুন /এম.টি

নিউজটি শেয়ার করুন

ভূঞাপু‌রে নিখোঁজের ৯দিন পর বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার

প্রকাশ: ০১:৩১:৫৭ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০২৪

টাঙ্গাইলের ভূঞাপু‌রে নিখোঁজের ৯ দিন পর ধান ক্ষেত থে‌কে বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। সোমবার (৩ মে) সকা‌লে উপ‌জেলার গো‌বিন্দাসী ইউনিয়‌নের চিতু‌লিয়াপূর্বপাড়া এলাকার এক‌টি ধান‌ক্ষেত থে‌কে বন্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার করা হয়।

এরআগে ওইগ্রা‌মের সুমন মিয়ার মে‌য়ে এবং স্থানীয় হাফি‌জিয়া মাদরাসা ও নুরানী কিন্ডারগা‌র্টেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী নও‌শিন ইসলাম শ‌র্মিলা (১০) গত ২৬ মে দুপু‌রে নি‌খোঁজ হয়। ওই শিক্ষার্থী নি‌খো‌ঁজ হওয়ার পর তা‌কে উদ্ধা‌রে থানায় সাধারন ডায়রী ক‌রেন শ‌র্মিলার বাবা সুমন মিয়া।

এদি‌কে ধানক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ উদ্ধার হওয়ার খব‌রে আশপা‌শের শতশত মানুষ দেখ‌তে ভীড় কর‌ছে। এছাড়া ঘটনাস্থল প‌রিদর্শণ ক‌রে‌ছেন জেলা পু‌লিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারসহ জেলার উধ্বর্তন কর্মকর্তারা।

নিহত শ‌র্মিলার বাবা সুমন মিয়া ব‌লেন, কা‌রোর সা‌থে কোন শত্রুতা নেই। কেউ টাকা পয়সাও পায় না। মে‌য়ে নি‌খোজ হওয়ার পর কেউ মু‌ক্তিপন বা টাকা পয়সা চায়‌নি। বা‌ড়ির আশপাশসহ বি‌ভিন্ন আত্মীয় স্বজ‌নের বা‌ড়ি‌তে খোজ ক‌রেও তার সন্ধান পায়‌নি। সকা‌লে বা‌ড়ির পা‌শে ধান ক্ষে‌তে বস্তাব‌ন্দি মর‌দেহ দে‌খে লোকজন খবর দেয়। এরআগে ওই বস্তা‌টি কুকুর টানাটা‌নি কর‌ছিল। যে নৃশংস হত‌্যাকান্ড ঘ‌টি‌য়ে‌ছে তার ক‌ঠোর শা‌স্তি দাবী ক‌রি।

শর্মিলার চাচা কাইয়ুম মিয়া জানান, এটি শর্মিলার লাশ কি না আমরা এখনও শনাক্ত করতে পারিনি। লাশের অধিকাংশ পচে গেচে, কুকুরে টানাটানি করে সমস্ত দেহ লন্ডভন্ড করে ফেলেছে। তবে তার পড়নের লাল পায়জামার অংশ দেখে ধারণা করা হচ্ছে এটিই শর্মিলার দেহ।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  ওসি মো. আহসান উল্লাহ জানান, বন্তাব‌ন্দি একটা মর‌দেহ উদ্ধার করা হ‌য়ে‌ছে। ফ‌রেন‌সিক টিম ঘটনাস্থল প‌রিদর্শন ক‌রে‌ছে। তদন্ত চল‌ছে।

এম.কন্ঠ/ ০৩ জুন /এম.টি