কালিহাতীতে ধানক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার
টাঙ্গাইলের কালিহাতীতে নাকমুখ রক্তাক্ত ও মুখে কাদা মাখানো কান কাটা অবস্থায় ধানক্ষেতে পড়ে ছিল ফজিলা বেগম (৭০) নামে এক বৃদ্ধার লাশ। এ লাশ নিয়ে রহস্য দেখা দিয়েছে।
শনিবার দুপুর দুইটার দিকে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। নিহতের নাম ফজিলা বেগম (৭০)। তিনি কালিহাতীর আউলিয়াবাদ মাঝিপাড়া গ্রামের মৃত চান মাহমুদের স্ত্রী। ফজিলা বেগম বাড়িতে একটি ঘরে একা থাকতেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়,শুক্রবার রাত তিনটার দিকে মেয়েরা ফজিলা বেগমকে ডাকাডাকি করে কোন শব্দ পাইনি ঘরের দরজা জানালা বন্ধ ছিল। ফজিলা বেগম ডায়াবেটিস থাকায় প্রতিদিন তিনি সকালে হাঁটতে যেতেন বাহিরে।
সকাল ৮ টার দিকে থাকার ঘরে খোঁজ নেয তাকে দেখতে না পায়ে খোঁজা খুঁজি করেন। পরে দেখতে পায় বাড়ি পাশে ধান ক্ষেতে দাগ দেখতে পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় ধান ক্ষেতে মুখে কাঁদা মাখানো অবস্থায় ফজিলা বেগমের লাশ পড়ে আছে।
তাঁদের চিৎকারে আশপাশের লোকজন এসে জড়ো হন। ওই বৃদ্ধা ফজিলা বেগমের থাকার ঘরের সব গোছানো তার নাকমুখে রক্ত ঝরছে। তাই হত্যা ঘটনা নিয়ে রহস্য দেখা দিয়েছে।
পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে দুপুর দুইটার দিকে লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
ফজিলা বেগম স্বজনদের ধারণা, কোনো সংঘবদ্ধ চক্র ফজিলাকে হত্যা করে তার গলায় কানে হাতের স্বর্ণালংকার নিয়ে গেছে।
কালিহাতী থানার ওসি আবুল কালাম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃদ্ধা ফজিলা বেগমের মুখে কাদা মাখানো ও একটি কান কাটা নাক মুখ রক্ত ঝরছিল। তাকে হত্যা করা হয়েছে। ঘটনাটির কারণ অনুসন্ধান করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে অতিদ্রুত রহস্য উদঘাটন করা হবে। ঘটনা জড়িতদের সনাক্ত করে গ্রেফতার করা হবে।
এম.কন্ঠ/ ০৫ এপ্রিল /এম.টি