কালিহাতীতে ধর্ষণের বিচার দাবিতে মানববন্ধন
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি এবং নারীর প্রতি সহিংসতার প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে ছাত্র-ছাত্রী জনতা ঢাকা-যমুনা সেতু মহাসড়ক অবরোধ করে মানববন্ধন করেছেন।
রোববার বিকেল সাড়ে ৩ টার দিকে ঢাকা-যমুনাসেতু মহাসড়ক অবরোধ করলে পুলিশ এসে বুঝিয়ে সরিয়ে দেন। পরে মহাসড়কের পাশে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড মানববন্ধন পালন করেছেন।
মানববন্ধনে এলেঙ্গা উচ্চ বিদ্যালয়, শামসুল হক কলেজ, লুৎফর রহমান মতিন মহিলা কলেজ, জিতেন্দ্র বালা উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীসহ কয়েক শতাধিক ছাত্র – জনতা মানববন্ধনে অংশগ্রহণ করেন।
মানববন্ধনে ধর্ষণের প্রতিবাদ করতে দেখা যায় স্কুল কলেজের ছাত্রীদের। এ সময় তাঁরা তুমি কে,আমি কে আছিয়া আছিয়া, তোমার বোন আমার বোন আছিয়া আমার সোনার বাংলায়,ধর্ষকদের ঠাঁই নাই’সারা বাংলায় খবর দে ধর্ষকদের ফাঁসি দে উই ওয়ান্ট জাস্টিস স্লোগান দেন। মানববন্ধনে বক্তব্য রাখেন, ছাত্র প্রতিনিধি মেহেদি হাসান, হুসাইন কবির, সিয়াম,শান্ত প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন,প্রত্যেক ধর্ষিত বোনের পাশে আমরা আছি। তাদের ধর্ষণের বিচারের জন্য আমরা রাস্তায় নামব। ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা।
এম.কন্ঠ/ ০৯ মার্চ /এম.টি