সর্বশেষ
টাঙ্গাইলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে অপারেশন ডেভিল হান্টের অভিযানে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নিষিদ্ধ শহর ছাত্রলীগের সহ-সভাপতি আকুরটাকুর পাড়া বটতলা এলাকার মো. মিজানুর রহমানের ছেলে মো. ইকবাল হায়াত (৩২), শহর আওয়ামী লীগের সদস্য কান্দাপাড়া মিশুক মহল্লার মৃত জগলো গোয়ালার ছেলে মুন্না গোয়ালা (৫২) ও কাতুলী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রশিদপুর গ্রামের মৃত মকগোল খানের ছেলে আব্দুল কুদ্দুস খান (৫৫)।
টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) তানবীর আহমেদ বলেন, আসামীদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলা রয়েছে। তাদের সোমবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো আছে। এ ধরনে অভিযান অব্যাহত থাকবে।
এম.কন্ঠ/১০ ফেব্রুয়ারী /এম.টি