কালিহাতীতে তারুণ্যের উৎসব উদযাপনে যুব সমাবেশ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা যুব উন্নয়ন অফিসের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে এ যুব সমাবেশ অনুষ্ঠিত হয়।
এর আগে যুব র্যালী এবং পরে মাদকবিরোধী শপথ পাঠ, তারুণ্যের উৎসব ২০২৫ নিয়ে আলোচনা, উপস্থিত যুবদের মধ্যে তাৎক্ষণিক কুইজ প্রতিযোগিতা, পুরস্কার ও গাছের চারা বিতরণ এবং যুব প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশিক্ষণ সনদ ও যাতায়াত ভাতা বিতরণ করা হয়।
এসময় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।
উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আশরাফ আলীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কালিহাতী থানার ওসি মোহাম্মদ আবুল কালাম ভূঞা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আমির হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সফল আত্মকর্মী আল আমিন ও কাওসার আহমেদ।
এম.কন্ঠ/০৪ ফেব্রুয়ারী /এম.টি