তারুণ্যের উৎসব উপলক্ষে কালিহাতীতে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে টাঙ্গাইলের কালিহাতীতে পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান পরিচালনা, জলাবদ্ধতা নিরসনে পৌর শহরের ড্রেন পরিস্কার ও বৃক্ষ রোপন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসন ও কালিহাতী পৌরসভার আয়োজনে এবং গ্রীন কালিহাতীর সহযোগিতায় কালিহাতী সদরের পৌর শিশু পার্ক এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন।
এসময় পৌর নির্বাহী কর্মকর্তা শিব প্রসাদ সূত্রধর, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. আশরাফ আলী, কালিহাতী পৌরসভার সহকারী প্রকৌশলী মোশারফ হোসেন ও উচ্চমান সহকারী রফিকুল ইসলাম সহ প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, গ্রীন কালিহাতীর সদস্য -স্বেচ্ছাসেবক ও শিক্ষার্থীরা এ অভিযানে অংশগ্রহণ করে।

পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসক শাহাদাত হুসেইন বলেন, পলিথিন ও প্লাষ্টিকের ব্যবহার পরিহার করে আমরা আমাদের পরিবেশকে সুরক্ষিত করতে চাই। শিক্ষার্থী, তরুণ, যুব সমাজসহ সকলকে সুচিন্তা এবং স্বাস্থ্যবিধি অনুসরণে উদ্বুদ্ধ করতে চাই। সকলের সম্মিলিত সহযোগিতায় বাসযোগ্য এবং মডেল কালিহাতী উপজেলা গড়ে তুলতে চাই।
তিনি আরও বলেন, অযন্তে পড়ে থাকা পৌর শিশু পার্কটি দৃষ্টি নন্দন করতে ইতিমধ্যেই সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। যেখানে শিশুদের মানসিক বিকাশের লক্ষ্যে নানা রকমের খেলনার উপকরণ ছাড়াও পার্কের চতুর পার্শ্বে সীমানা প্রাচীর নির্মাণ এবং পার্কের ভিতরে চলাচলের জন্য যে রাস্তাগুলো রয়েছে সেগুলোতে পার্কিং টাইলস লাগিয়ে সৌন্দর্য বৃদ্ধি করা হবে।
এম.কন্ঠ/০৩ ফেব্রুয়ারী /এম.টি