কালিহাতীতে নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
টাঙ্গাইলের কালিহাতীতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছেন যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা।
রোববার বিকালে কালিহাতীর এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকা থেকে কালিহাতীর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শুকুর মাহমুদ, টাঙ্গাইল জেলা জিয়া পরিষদের সভাপতি একেএম আব্দুল আউয়াল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শেখ আমিনুর ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক স্বপন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি রাশেদুল ইসলাম রতন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক রাজু আহমেদ, এলেঙ্গা পৌর ছাত্রদলের সাবেক সদস্য সচিব রকিব মোল্লা, ছাত্রদল নেতা শরিফ মোল্লা, ইমন হাসান পিয়াস, যুবদল নেতা মমিন, আরিফ ও শহিদুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সমাবেশে বক্তারা বলেন, ৫ আগস্ট পতিত স্বৈরাচার শেখ হাসিনা জনগণের আন্দোলনের মাধ্যমে পদত্যাগ করে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা শুনেছি স্বৈরাচার আওয়ামী লীগ ও তাদের দোসররা আবারো স্বাধীন দেশে ষড়যন্ত্র করার চেষ্টা করছে। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের মাসব্যাপী কর্মসূচি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
তারা আরও বলেন, আমরা স্বাধীনতা টিকিয়ে রাখতে যে কোনো ষড়যন্ত্র ও নীলনকশা রুখে দিতে রাজি আছি। খুনি হাসিনা নির্বিচারে এ দেশের হাজার হাজার মানুষকে হত্যা করেছে। তাই আবারও যেন সেই পথ তৈরি না হয় আমরা ও সাধারণ জনগণ এটাকে প্রতিহত করবো।
এম.কন্ঠ/০২ ফেব্রুয়ারী /এম.টি