টাঙ্গাইলে ১৪নং ওয়ার্ডে ফরহাদ ইকবালের শীত বস্ত্র বিতরণ
জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল পৌরসভার আদালতপাড়া ১৪নং ওয়ার্ডে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
বুধবার সকালে শহরের আদালতপাড়ায় ৪ শতাধিক শীতার্ত অসহায় মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন ফরহাদ ইকবাল।
কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।
কম্বল বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, মামুন সরকার, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি সামিম হোসেন স্বপন ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ব্যটকন প্রমুখ। এ সময় বিএনপির অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৯ জানুয়ারী /এম.টি