২৪টি শ্রমিক সংগঠন টাঙ্গাইল-৫ আসনে ফরহাদ ইকবালকে সমর্থন
টাঙ্গাইলে ২৪টি শ্রমজীবী শ্রমিক সংগঠন জাতীয় সংসদ নির্বাজনে টাঙ্গাইল সদর-৫ আসনে জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালকে সমর্থন জানিয়েছেন। বুধবার দুপুরে শ্রমজীবী শ্রমিক সংগঠনের ব্যনারে শহীদ মিনার প্রাঙ্গনে শীতবস্ত্র বিতরনের আয়োজন করা হয়।
কম্বল বিতরণী কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল।

কম্বল বিতরণ অনুষ্ঠানে টাঙ্গাইল জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. আব্দুল কাদেরের সভাপতিত্বে ও টাঙ্গাইল জেলা কুলি মজদুর ইউনিয়নের সাধারণ সম্পাদক উদয় লাল গৌড় এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আতাউর রহমান জিন্নাহ, পৌর শাখা বিএনপির সভাপতি মেহেদী হাসান আলীম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ, সাবেক জেলা যুবদলের সংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব ত্যেহিদুল ইসলাম বাবু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রক্সি মেহেদী, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাদিউজ্জামান সোহেল, জেলা তাঁতীদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, জেলা রাজ ও রড মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. শাহাদত হোসেন প্রমুখ। এ সময় বিএনপির নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রমিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৯ জানুয়ারী /এম.টি