টাঙ্গাইলে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তাদের মতবিনিময় সভা
কিশোর কিশোরী ক্লাবের সদস্যরাই আগামী দিনের ভবিষ্যত…সচিব মমতাজ আহমেদ
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ এনডিসি বলেছেন, কিশোর কিশোরী ক্লাবের সদস্যরাই আগামী দিনের ভবিষ্যত। তাই প্রত্যেক সদস্যকে নিয়োমিত ক্লাবে আসতে হবে। নিয়োমিত বই পড়তে হবে। ক্লাবের সকল নিয়ম কানুন মেনে চলে ভাল মানুষ হতে হবে। তাহলেই আগামীর ভবিষ্যত আরো উজ্জল হবে।
শনিবার সকালে টাঙ্গাইল সার্কিট হাউজে মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, যা প্রশংসনীয়। কর্মকর্তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে তা সমাধানের আশ^াসও দেন তিনি।
জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মো. জাকির হোসেনের উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আব্দুল্যাহ আল মামুন, কিশোর কিশোরী ক্লাবের পরিচালক মো. আলমগীর।
এ সময় মহিলা বিষয়ক অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাপতি কিশোর কিশোরী ক্লাবের সদস্যদের বিষয়টি অধিদপ্তরের নানা বিষয় নিয়ে আলোচনা করা হয়। বিকেলে পশ্চিম আকুর টাকুর পাড়া এলাকায় ১০ জন উপকার ভোগীর মাঝে ১০ টি সেলাই মেশিন বিতরণ করেন। এছাড়াও মার্তৃত্বকালীন ভাতার জন্য দালাল বা প্রতারক চক্রের সদস্যদের থেকে দূরে থাকার পরামর্শও দেন মমতাজ আহমেদ এনডিসি।
এম.কন্ঠ/ ২৫ জানুয়ারী /এম.টি