সর্বশেষ
টাঙ্গাইলে হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন
বিশ্বনবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে ভারতীয় পুরোহিতের কটুক্তি ও মুসলিমদের ধর্মীয় অনুভুতিতে আঘাতে ভারতের বিজেপি নেতার সমর্থনের বিরুদ্ধে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
সোমবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে জেলা তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশ এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন জেলা তাহরীকে খাতমে নুবুওয়্যাত বাংলাদেশের সভাপতি ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক মুফতি মো. ছাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. মারুফ আল হুসাইন প্রমুখ।
বক্তারা মহানবী হযরত মুহাম্মদকে (সাঃ) নিয়ে কটুক্তিকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শান্তির দাবি জানান। এ কর্মসূচিতে বিভিন্ন স্কুল, কলেজ, বিশ^বিদ্যালয় ও মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
এম.কন্ঠ/ ৩০ সেপ্টেম্বর /এম.টি