ঢাকা ০৮:২২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ অক্টোবর ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ
টাঙ্গাইলে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার বাপ-দাদার স্বপ্নপূরণ, ডা. নাজমুল গরীব মানুষের সেবা করতে চান কালিহাতীর ঝিনাই নদীতে দুই নৌকা সংঘর্ষে নিহত এক ভূঞাপুরের গাবসারায় বাৎসরিক ওরশ শরিফ ঘাটাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক কালিহাতীতে অটোরিক্সাকে বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩ টাঙ্গাইলে শত কোটি টাকা নিয়ে পালিয়েছে আ’লীগ নেতা বড়মনি, সমিতির নির্বাচন চায় মালিকপক্ষ বাসাইলে সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পেইন, ১২শ’ রোগী পেল ঔষধ ও চিকিৎসাসেবা দেলদুয়ারে মাদক সেবনে বাঁধা দেয়ায় স্কুলের নৈশ প্রহরীকে মারধর, ভাঙচুর টাঙ্গাইলে বাস মালিক সমিতির অবৈধ দখল, চাঁদাবাজি,পরিবহণ সেক্টরকে দলীয় করণের প্রতিবাদ

কালিহাতীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক :
প্রকাশ: ০৭:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষনায়তন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্য, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অযোগ্যতা ও অদক্ষতার কারণে কলেজের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে।

প্রতিষ্ঠানের কয়েকজন নন এমপিও শিক্ষকের কয়েক মাসের বেতন বন্ধ থাকলে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নিত প্রার্থীর নির্বাচনে কলেজের তহবিল থেকে ব্যয় করা ৪০ হাজার টাকা। যায় আয় ব্যায়ের হিসেবে দেখানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, সুদর্শন তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজে ব্যাপক দুর্নীতিসহ আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের ভাবমুর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছেন। শিক্ষক, কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া সুদর্শন তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রতিষ্ঠাতা আলহাজ আবু হাশেমকে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ১৫ লাখ টাকা দিয়েছেন। এ বিষয়ে প্রতিষ্ঠাতা ২০২৩ সালের ১৪ ডিসেম্বর শিক্ষক কর্মচারীর যৌথ সভায় প্রকাশ্যে স্বীকার করেন।
অভিযোগ রয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ ৪৪ লাখ ১৫ হাজার ৬৪০ টাকা আয় হয়েছে। এর মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদার ব্যাংকে জমা দিয়েছেন মাত্র এক লাখ তিন হাজার টাকা। বাকি টাকা ইচ্ছেমতো খরচ করেছে ভূঞা বিল ভাউচার তৈরি করেছেন।

এছাড়া ২০১৯ সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসান নম্বরে এফডি আরের চার লাখ ২২ হাজার ৩০০ টাকা জমা দিলেও আয় ব্যয় হিসেবে গোপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা পরিষদের (২০২০-২১) অর্থ বছরের দুই দফায় কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য দুই লাখ ৭১ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই টাকা দিয়ে কোন কাজ করা হয়নি। বরং পুরাতন চেয়ারটেবিল রঙ করে তাকে জেলা পরিষদ, টাঙ্গাইল লিখে বিল ভাউচার করে টাকা আত্মসাত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অপরদিকে ২০১৭ সালে প্রতিবেদনে আয় দেখানো হয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৭০ টাকা। প্রকৃত ব্যয় হয়েছে এক লাখ ২২ হাজার ৭৭০ টাকা। অথচ পরে খরচ দেখিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৭৭০টাকা।

এদিকে অত্র প্রতিষ্ঠানে লাইলি নামের এক নারীকে আয়া পদে স্থায়ী নিয়োগের জন্য ৭০ হাজার টাকা এবং ল্যাবসহকারী পদে ফরিদ নামের একজনের কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে অক্ষ্যের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার পরও তাদের কাউকেই স্থায়ী নিয়োগ দিতে না পারায় চারম হতাশায় দিন কাটাচ্ছেন ভূক্তভোগিরা।

উন্নয়নের কথা বলে নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে অভিযোগ পত্রে। কমিটির অনুমোদন ছাড়া ধার করে প্রতিষ্ঠান চালানোর নিয়ম না থাকলেও সম্পূর্ণ ক্ষমতার দাপটে নিজের ইচ্ছায় যার তার কাছ থেকে ধার এনে প্রতিষ্ঠানে খরচ করেছেন বলে তিনি প্রচার করেন। পরবর্তীতে কলেজের আয় থেকে সেই ধারের টাকা একাই শোধ করেন। শিক্ষার্থীদের ভর্তির টাকা আয়-ব্যায়ের খাতায় না তুলে বিভিন্ন ভাউচার দেখিয়ে খরচ করেন অধ্যক্ষ নিজেই।

প্রতিষ্ঠানকে বাঁচাতে দ্রুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারকে অপসারণ ও বিভাগীয় পদক্ষেপ নেয়ার দাবী জানানন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী যেহেতু এলাকার। এজন্য তাকে নির্বাচিত করতে পারলে কলেজের ভবন এবং অন্যান্য উন্নয়ন করা সম্ভব হতো। এজন্যই তার পেছনে কিছু টাকা ব্যয় করা হয়েছে।

এম.কন্ঠ/ ২২ সেপ্টেম্বর /এম.টি

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

প্রকাশ: ০৭:০৮:০৩ পূর্বাহ্ন, রবিবার, ২২ সেপ্টেম্বর ২০২৪

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের নগরবাড়ি আফাজ উদ্দিন কৃষি প্রশিক্ষনায়তন ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির অভিযোগ উঠেছে। অর্থ আত্মসাত, নিয়োগ বানিজ্য, প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অযোগ্যতা ও অদক্ষতার কারণে কলেজের সার্বিক পরিস্থিতি অবনতি হওয়ায় তাকে অপসারণসহ তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা অধিদপ্তর বরাবর আবেদন করা হয়েছে।

প্রতিষ্ঠানের কয়েকজন নন এমপিও শিক্ষকের কয়েক মাসের বেতন বন্ধ থাকলে গত জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নিত প্রার্থীর নির্বাচনে কলেজের তহবিল থেকে ব্যয় করা ৪০ হাজার টাকা। যায় আয় ব্যায়ের হিসেবে দেখানো হয়েছে।
অভিযোগে জানা গেছে, সুদর্শন তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পাওয়ার পর থেকে কলেজে ব্যাপক দুর্নীতিসহ আর্থিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা, ক্ষমতার অপব্যবহার করে প্রতিষ্ঠানের ভাবমুর্তি দারুণভাবে ক্ষুন্ন করেছেন। শিক্ষক, কর্মচারীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করে প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন না করেই লাখ লাখ টাকা আত্মসাৎ করেছেন।

এছাড়া সুদর্শন তালুকদার ভারপ্রাপ্ত অধ্যক্ষ পদে নিয়োগ পেতে প্রতিষ্ঠাতা আলহাজ আবু হাশেমকে ২০১৫ সালের ২৩ ডিসেম্বর ১৫ লাখ টাকা দিয়েছেন। এ বিষয়ে প্রতিষ্ঠাতা ২০২৩ সালের ১৪ ডিসেম্বর শিক্ষক কর্মচারীর যৌথ সভায় প্রকাশ্যে স্বীকার করেন।
অভিযোগ রয়েছে, ২০২২ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ ৪৪ লাখ ১৫ হাজার ৬৪০ টাকা আয় হয়েছে। এর মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদার ব্যাংকে জমা দিয়েছেন মাত্র এক লাখ তিন হাজার টাকা। বাকি টাকা ইচ্ছেমতো খরচ করেছে ভূঞা বিল ভাউচার তৈরি করেছেন।

এছাড়া ২০১৯ সালে প্রতিষ্ঠানের ব্যাংক হিসান নম্বরে এফডি আরের চার লাখ ২২ হাজার ৩০০ টাকা জমা দিলেও আয় ব্যয় হিসেবে গোপন করা হয়েছে। টাঙ্গাইল জেলা পরিষদের (২০২০-২১) অর্থ বছরের দুই দফায় কলেজের অবকাঠামো উন্নয়নের জন্য দুই লাখ ৭১ হাজার ৫০০ টাকা বরাদ্দ দেওয়া হয়। কিন্তু এই টাকা দিয়ে কোন কাজ করা হয়নি। বরং পুরাতন চেয়ারটেবিল রঙ করে তাকে জেলা পরিষদ, টাঙ্গাইল লিখে বিল ভাউচার করে টাকা আত্মসাত করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ। অপরদিকে ২০১৭ সালে প্রতিবেদনে আয় দেখানো হয়েছে এক লাখ ৫৮ হাজার ৮৭০ টাকা। প্রকৃত ব্যয় হয়েছে এক লাখ ২২ হাজার ৭৭০ টাকা। অথচ পরে খরচ দেখিয়েছেন এক লাখ ৫৮ হাজার ৭৭০টাকা।

এদিকে অত্র প্রতিষ্ঠানে লাইলি নামের এক নারীকে আয়া পদে স্থায়ী নিয়োগের জন্য ৭০ হাজার টাকা এবং ল্যাবসহকারী পদে ফরিদ নামের একজনের কাছ থেকে দুই লাখ ৭০ হাজার টাকা ঘুষ নেয়ার অভিযোগ রয়েছে অক্ষ্যের বিরুদ্ধে। ঘুষ নেওয়ার পরও তাদের কাউকেই স্থায়ী নিয়োগ দিতে না পারায় চারম হতাশায় দিন কাটাচ্ছেন ভূক্তভোগিরা।

উন্নয়নের কথা বলে নানাভাবে অর্থ আত্মসাতের অভিযোগ রয়েছে অভিযোগ পত্রে। কমিটির অনুমোদন ছাড়া ধার করে প্রতিষ্ঠান চালানোর নিয়ম না থাকলেও সম্পূর্ণ ক্ষমতার দাপটে নিজের ইচ্ছায় যার তার কাছ থেকে ধার এনে প্রতিষ্ঠানে খরচ করেছেন বলে তিনি প্রচার করেন। পরবর্তীতে কলেজের আয় থেকে সেই ধারের টাকা একাই শোধ করেন। শিক্ষার্থীদের ভর্তির টাকা আয়-ব্যায়ের খাতায় না তুলে বিভিন্ন ভাউচার দেখিয়ে খরচ করেন অধ্যক্ষ নিজেই।

প্রতিষ্ঠানকে বাঁচাতে দ্রুত ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদারকে অপসারণ ও বিভাগীয় পদক্ষেপ নেয়ার দাবী জানানন সংশ্লিষ্টরা।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুদর্শন তালুকদার তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বাংলানিউজকে জানান, আওয়ামী লীগ মনোনিত প্রার্থী যেহেতু এলাকার। এজন্য তাকে নির্বাচিত করতে পারলে কলেজের ভবন এবং অন্যান্য উন্নয়ন করা সম্ভব হতো। এজন্যই তার পেছনে কিছু টাকা ব্যয় করা হয়েছে।

এম.কন্ঠ/ ২২ সেপ্টেম্বর /এম.টি