সর্বশেষ
সীমান্তে মানুষ হত্যার প্রতিবাদে টাঙ্গাইলে গণঅধিকার পরিষদের মানববন্ধন
সীমান্তে মানুষ হত্যা ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ এবং হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে টাঙ্গাইল জেলা গণঅধিকার পরিষদ। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন জেলা গণঅধিকার পরিষদের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো. মশিউর রহমান, সিনিয়র যুগ্ম-সদস্য সচিব শামীমুর রহমান সাগর, ওমর ফারুক, লেখক ও কবি জাহিদুল ইসলাম, আল আমিন, সাগর, আমির হামজা, রবিউল প্রমুখ। এসময় গণঅধিকার পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ১২ সেপ্টেম্বর /এম.টি