সর্বশেষ
কালিহাতীতে স্মার্ট ভূমি সেবা সপ্তাহ শুরু
‘স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক’ এই প্রতিপাদ্য নিয়ে সারাদেশের ন্যায় টাঙ্গাইলের কালিহাতীতে ভূমি সেবা সপ্তাহ শুরু হয়েছে।
শনিবার (৮ জুন) সকাল ১১ টায় উপজেলা ভূমি অফিস কার্যালয়ের সামনে ৮-১৪ জুন স্মার্ট ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হুসেইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ সিফাত বিন সাদেক ও বল্লা ইউনিয়ন ভূমি উপ – সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন।
এ সময় বক্তারা ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প, স্মার্ট ভূমি সেবা, স্মার্ট ভূমি রেকর্ড ও ম্যাপ সেবা এবং নামজারি ব্যবস্থা সহ সকল ধরনের ভূমি সেবা দ্রুত জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য সরকারের নানা পদক্ষেপ তুলে ধরেন।
এম.কন্ঠ/ ০৮ জুন /এম.টি