ঘাটাইলে অবৈধভাবে মাটি কাটার দায়ে ট্রাক ও এক্সক্যাভেটর জব্দ
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে ১টি হাইড্রোলিক ট্রাক ও ১ টি এক্সক্যাভেটর(ভেকু) জব্দ করা হয়েছে । এ সময় উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনাকরে মার্টিভর্তি ট্রাক পরিবহনের দায়ে দুই ট্রাক চালককে জরিমানা করা হয়।
বুধবার (২৪ এপ্রিল) গভীর রাত পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ইরতিজা হাসান।
জানা যায়, উপজেলার লোকের পারা ইউনিয়নের মনোহরা গ্রামে অবৈধ ভাবে মাটি উত্তোলন করে আসছিল প্রভাবশালী মাটি খেকোরা। গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক বুধবার রাত ১০ টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইরতিজা হাসান অভিযান পরিচালনা করেন। খবর পেয়ে অপরাধীরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১টি হাইড্রোলিক ট্রাক ও ১ টি এক্সক্যাভেটর জব্দ করা হয়। পরে উপজেলার বিভিন্ন স্থানে রাত ৩ টা পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এ সময় বানিয়াপাড়া থেকে মাটিভর্তি ট্রাক পরিবহনের দায়ে ট্রাক চালক মাকরাই গ্রামের সুজন মিয়াকে এক হাজার টাকা ও দেউলাবাড়ীর সিফাতকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান জানান, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। পরিবেশ ধ্বংসকারী যেকোন কর্মকান্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। অভিযানকালে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস, ঘাটাইল থানার এএসআই সুমন মিয়া উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/ ২৫ এপ্রিল/এম.টি