সর্বশেষ
কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল অজ্ঞাত যুবকের
কালিহাতী প্রতিনিধিঃ
টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক যুবকের (৩০) মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে দুপুর সাড়ে ১২ টার দিকে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার রেজাউল জানান, সকাল সাড়ে ১০ টার পর খবর পেয়ে রেলওয়ে পুলিশকে অবহিত করি। পরে তারা দুপুরে এসে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
টাঙ্গাইল ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আলী আকবর জানান, দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া শেষে পরিচয় নিশ্চিতের চেষ্টা করা হবে। পরিচয় না পাওয়া গেলে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে লাশটি দাফন করা হবে।
এম.কন্ঠ/০৯ মার্চ/আর.কে