কালিহাতীতে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
টাঙ্গাইলের কালিহাতীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উদযাপন করা হয়েছে ।
বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, টাঙ্গাইল-৪ কালিহাতী আসনের সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হুসেইনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিহাতী পৌরসভার মেয়র নুরুন্নবী সরকার, সাবেক কমান্ডার মিজানুর রহমান মজনু, কালিহাতী প্রেসক্লাবের সভাপতি রঞ্জণ কৃষ্ণ পন্ডিত, সাধারণ সম্পাদক মোল্লা মুশফিকুর মিল্টনসহ মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সামাজিক -সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
বিভিন্ন কর্মসূচির মধ্যে ছিল, সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, বঙ্গবন্ধুসহ তার পরিবারের সকল সদস্য এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত,
এম.কন্ঠ/০৭ মার্চ/এম.টি