ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সর্বশেষ
আগামীতে তারেক রহমানই দেশের দায়িত্ব নিয়ে সংস্কার করবে…আব্দুস সালাম পিন্টু ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে টাঙ্গাইলের পলিটেকনিক শিক্ষার্থীরা টাঙ্গাইলে ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ের অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বন্ধ করা সংক্রান্ত কর্মশালা কালিহাতীতে কলেজ ছাত্র হত্যায় গ্রেফতার নিয়ে ধুম্রজাল কালিহাতীতে ছাত্রদল ও সাম্যের পথে বৈশাখী আড্ডা কালিহাতীতে বই দেখে এসএসসি পরীক্ষা দিলো শিক্ষার্থীরা নিখোঁজের ৩ দিন পর সেপটিক ট্যাংকে মিলল কলেজছাত্রের লাশ কালিহাতীতে সেফটি ট্যাংক থেকে কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার কালিহাতীতে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা কালিহাতীতে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী আটক

গোপালপু‌রে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু নিহত

গোপালপু‌র প্রতিনিধি :
প্রকাশ: ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রা‌কের চাপায় শিশু সিয়াম এবং দুপু‌রে ভূ‌টিয়া এলাকায় সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিক্সা থে‌কে প‌ড়ে ট্রা‌কের চাপায় পৃষ্ট হ‌য়ে নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন, মধুপুর উপ‌জেলার বেকার‌কোনা গ্রা‌মের সুভাষ দেবনা‌থের স্ত্রী সরম্বতী দেবনাথ (৫৭) এবং একই উপ‌জেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রা‌মের ইয়াদ আলীর ছে‌লে সিয়াম (৮)।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, উপ‌জেলার ধোপাকা‌ন্দি ইউনিয়‌নের ভূ‌টিয়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক‌টি অনুষ্ঠা‌ন শে‌ষে মধুপুর যাওয়ার সময় অ‌টো থে‌কে ওই নারী প‌ড়ে যায়। এসময় পিছন দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কে পুষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান। এরআগে সকা‌লে মির্জাপু‌র উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অ‌টো থে‌কে নে‌মে দৌ‌ড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রাক চাপায় পৃষ্ঠ হয়।

এসময় গুরুত্বর আহত হ‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গ‌াইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যায়। প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেয়ার প‌থে ওই শিশুর মৃত‌্যু হয়। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহগু‌লো তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

 

এম.কন্ঠ/০৫ মার্চ/এম.টি

নিউজটি শেয়ার করুন

গোপালপু‌রে পৃথক সড়ক দূর্ঘটনায় নারী ও শিশু নিহত

প্রকাশ: ০১:৩৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ মার্চ ২০২৪

টাঙ্গাইলের গোপালপু‌র উপজেলায় পৃথক সড়ক দূর্ঘটনায় নারী ও শিশুর মৃত‌্যু হ‌য়ে‌ছে। মঙ্গলবার সকা‌লে মির্জাপুর উত্তরপাড়া এলাকায় ট্রা‌কের চাপায় শিশু সিয়াম এবং দুপু‌রে ভূ‌টিয়া এলাকায় সিএন‌জি চা‌লিত অ‌টো‌রিক্সা থে‌কে প‌ড়ে ট্রা‌কের চাপায় পৃষ্ট হ‌য়ে নারীর মৃত‌্যু হ‌য়ে‌ছে।

নিহতরা হ‌লেন, মধুপুর উপ‌জেলার বেকার‌কোনা গ্রা‌মের সুভাষ দেবনা‌থের স্ত্রী সরম্বতী দেবনাথ (৫৭) এবং একই উপ‌জেলার মির্জাপুর উত্তরপাড়া গ্রা‌মের ইয়াদ আলীর ছে‌লে সিয়াম (৮)।

গোপালপুর থানার ওসি ইমদাদুল ইসলাম তৈয়ব জানান, উপ‌জেলার ধোপাকা‌ন্দি ইউনিয়‌নের ভূ‌টিয়া এলাকায় হিন্দু ধর্মাবলম্বীদের এক‌টি অনুষ্ঠা‌ন শে‌ষে মধুপুর যাওয়ার সময় অ‌টো থে‌কে ওই নারী প‌ড়ে যায়। এসময় পিছন দিক থে‌কে আসা এক‌টি ট্রা‌কে পুষ্ট হ‌য়ে ঘটনাস্থ‌লেই মারা যান। এরআগে সকা‌লে মির্জাপু‌র উত্তরপাড়া এলাকায় শিশু সিয়াম অ‌টো থে‌কে নে‌মে দৌ‌ড়ে রাস্তা পাড় হওয়ার সময় বিপরীত দিক থে‌কে আসা এক‌টি ট্রাক চাপায় পৃষ্ঠ হয়।

এসময় গুরুত্বর আহত হ‌লে স্থানীয়রা তা‌কে উদ্ধার ক‌রে টাঙ্গ‌াইল জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে যায়। প‌রে উন্নত চি‌কিৎসার জন‌্য ঢাকায় নেয়ার প‌থে ওই শিশুর মৃত‌্যু হয়। আইনী প্রক্রিয়া শে‌ষে মর‌দেহগু‌লো তা‌দের স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌বে বলে এই পুলিশ কর্মকর্তা জানান।

 

এম.কন্ঠ/০৫ মার্চ/এম.টি