মাভাবিপ্রবিতে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ শীর্ষক সম্মেলন শুরু
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের উদ্যোগে বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে “টেকসই উন্নয়নের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ” শীর্ষক দুইদিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয়েছে।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় প্রতিমন্ত্রী রুমানা আলী এমপি।
বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ ফরহাদ হোসেনের সভাপতিত্বে সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ওয়ান বাংলাদেশ -এর সভাপতি অধ্যাপক ড. মো. রাশিদুল হাসান, মূল বিষয়ের উপর আলোচনা করেন মাভাবিপ্রবি’র প্রো ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান ও কোষাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ সিরাজুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহবায়ক ও গবেষণা সেলের পরিচালক প্রফেসর ড. মোঃ ওবায়দুল হক।
অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় প্রতিমন্ত্রী বলেন, শিশু শ্রেণী থেকে বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শ্রেণী পর্যন্ত এ সরকারই বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে যুগোপযোগী সিলেবাস তৈরি করে দিয়েছে যা টেকসই উন্নয়ন সাধনে তরুণদেরকে দক্ষ করে গড়ে তুলবে। শিক্ষক ও শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণালব্দ জনসাধারণের মাঝে কাজে লাগাতে হবে। আমরা যে যেখানে কাজ করছি সবাইকে সাধারণ মানুষের মন বুঝে কাজ করতে হবে। তিনি আরও বলেন নারীরা এখন আর পিছিয়ে নেই। তাদেরও বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে গবেষণা করে এগিয়ে যেতে হবে।
দুইদিনব্যাপী সম্মেলনে সংশ্লিষ্ট বিষয়ে দেশি বিদেশি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষকগণ তাদের গবেষণা পেপার উপস্থাপন করবেন।
এম.কন্ঠ/০৫ মার্চ/এম.টি