ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিকে শুভেচ্ছা জানিয়ে টাঙ্গাইলে র্যালী
জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালী করেছে টাঙ্গাইল জেলা ছাত্রদল। রোববার সকালে র্যালীটি শান্তিকুঞ্জ মোড় থেকে শুরু হয়ে বেবিষ্ট্যান এলাকায় গিয়ে শেষ হয়।
র্যালীতে অংশ নেয় টাঙ্গাইল জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ কবির সুমন, যুগ্ম আহ্বায়ক রানা আহাম্মেদ, সদস্য আল-হেলাল, জেলা ছাত্রদলের সাবেক সহ-ক্রিড়া সম্পাদক সুমন ইসলাম বাবু, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক, শাহরিয়ার হাসান সাতিল, সদস্য সচিব আব্দুর রাজ্জাকসহ অন্যান্য নেতৃবৃন্দ।
৩ মার্চ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের রাকিবুল ইসলাম রাকিবকে সভাপতি এবং নাছির উদ্দীন নাছিরকে সাধারণ সম্পাদক করে ৭ সদস্যের আংশিক কমিটি ঘোষনা করায় টাঙ্গাইল জেলা ছাত্রদলের নবগঠিত কমটির সকলকে শুভেচ্ছা এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়েছে।
এম.কন্ঠ/০৩ মার্চ/এম.টি