সর্বশেষ
টাঙ্গাইলে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বর্ণাঢ্য অয়োজনের মধ্য দিয়ে দৈনিক সময়ের আলো পত্রিকার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়।
রোববার সকালে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সময়ের আলো পত্রিকার জেলা প্রতিনিধি সুমন কুমার রায়ের সভাপতিত্বে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নাসির উদ্দিন, সদস্য সাহাব উদ্দিন মানিক, যায়যায়দিন পত্রিকার জেলা প্রতিনিধি জুবায়ের মল্লিক বুলবুল, কালের কন্ঠ পত্রিকার জেলা প্রতিনিধি কাজল আর্য, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধি মোল্লা তোফাজ্জল, আনন্দ টিভির বিষেশ প্রতিনিধি মেহেদী হাসান চৌধুরী মৃদুলসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
এম.কন্ঠ/০৩ মার্চ/এম.টি