টাঙ্গাইল বাপসার নির্বাচন সোহরাব সভাপতি, সম্পাদক খোরশেদ
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি টাঙ্গাইল জেলা শাখার সাধারণ সভায় আগামী তিন বছরের জন্য বিনা প্রতিদ্বন্দিতায় কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সোহরাব আলীকে সভাপতি ও মো. খোরশেদ আলমকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়েছে।
এছাড়াও মো. আইয়ুব আলীকে কোষাধ্যক্ষ ও মাহবুবুর রহমান সুজনকে সাংগঠনিক সম্পাদক বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।
আগামী ২১ দিনের মধ্যে তাদের পুর্নাঙ্গ কমিটির গঠন করার জন্য সুপারিশ করেন নির্বাচন কমিশন।
শনিবার দুপুরে জেলা বাপসার কার্যালয়ে সাধারণ সভা শেষে সকলের সম্মতিতে নির্বাচন কমিশন গঠন করা হয়। সেখানে মো. আজিজকে প্রধান নির্বাচন কমিশনার, মো. মহিউদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়। এছাড়াও হুমায়ুন কবীর, মো. আনিছুর রহমান, মো. হারুন অর রশিদ, দেওয়ান আ. মজনু মো. সোনা মিয়াকে সদস্য করা হয়। সভাপতি, সাধারণ সম্পাদক, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সম্পাদক পদে একাধিক কোন প্রার্থী না থাকায় তাদের বিনাপ্রতিদ্বন্দিতায় নির্বাচিত করা হয়।
এম.কন্ঠ/০২ মার্চ/এম.টি