ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ

কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় আহত তিন

সোহেল রানা, কালিহাতী প্রতিনিধি :
প্রকাশ: ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা সকলে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর অনুসারী। হামলার অভিযোগ সাবেক সাংসদ সোহেল হাজারীর একসময়ের অনুসারী শান্ত বাহিনীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় কালিহাতী পৌর এলাকার নিশ্চিন্তপুর ঘোষ বাড়ি কালিমন্দির মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার নাগবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান সিদ্দিকী মিল্টনের ছোট ভাই মামুন সিদ্দিকী (৪২), কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার নাজিম উদ্দিনের ছেলে শরীফ মিয়া (২৮) ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে অন্তর (২৪)। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামুন সিদ্দিকী ও শরীফ মিয়া। আহত অন্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।

আহত অন্তরের বড় ভাই কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচ এল হৃদয় জানান, ফুফাতো ভাই দয়থা গ্রামের হাসান শান্তদের বাদ দিয়ে আমাদের সাথে চলাফেরা করায় সারাদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। রাতে বইমেলা শেষে হাসানকে বাড়িতে নামিয়ে দিয়ে ফেরার সময় এঘটনা ঘটে। এসময় আহতরা জানান, হাছানকে নামিয়ে দিয়ে ফেরার সময় অতর্কিত সামন ও পিছন দুই দিক থেকে চারটি মোটরসাইকেলে ১১/১২ জন দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে হামলা করে। মামুন সিদ্দিকীকে মাথায় কোপ ও পায়ে বাড়ি দেয়। আমাদেরকে হাতুড়ি দিয়ে পিটায়।

এদিকে অপর একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, মাটি কাটা ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

আহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গুরুতর আহত মামুন ও শরীফের অবস্থা শঙ্কামুক্ত হবার পর তারা মামলা দায়ের করবে।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, ঘটনার পর থেকেই আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা করে যাচ্ছি। আহতদের স্বজনেরা আজ মামলা দায়ের করতে

নিউজটি শেয়ার করুন

কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় আহত তিন

প্রকাশ: ০৯:১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৪

টাঙ্গাইলের কালিহাতীতে প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন। আহতরা সকলে সংসদ সদস্য আবদুল লতিফ সিদ্দিকীর অনুসারী। হামলার অভিযোগ সাবেক সাংসদ সোহেল হাজারীর একসময়ের অনুসারী শান্ত বাহিনীর বিরুদ্ধে।

মঙ্গলবার রাত সাড়ে দশটায় কালিহাতী পৌর এলাকার নিশ্চিন্তপুর ঘোষ বাড়ি কালিমন্দির মোড়ে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, উপজেলার নাগবাড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাকছুদুর রহমান সিদ্দিকী মিল্টনের ছোট ভাই মামুন সিদ্দিকী (৪২), কালিহাতী বাসস্ট্যান্ড এলাকার নাজিম উদ্দিনের ছেলে শরীফ মিয়া (২৮) ও একই এলাকার জাহাঙ্গীর মিয়ার ছেলে অন্তর (২৪)। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মামুন সিদ্দিকী ও শরীফ মিয়া। আহত অন্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে রয়েছেন।

আহত অন্তরের বড় ভাই কালিহাতী শাজাহান সিরাজ কলেজ ছাত্রলীগের সাবেক আহ্বায়ক এইচ এল হৃদয় জানান, ফুফাতো ভাই দয়থা গ্রামের হাসান শান্তদের বাদ দিয়ে আমাদের সাথে চলাফেরা করায় সারাদিন ধরে হুমকি দিয়ে আসছিলো। রাতে বইমেলা শেষে হাসানকে বাড়িতে নামিয়ে দিয়ে ফেরার সময় এঘটনা ঘটে। এসময় আহতরা জানান, হাছানকে নামিয়ে দিয়ে ফেরার সময় অতর্কিত সামন ও পিছন দুই দিক থেকে চারটি মোটরসাইকেলে ১১/১২ জন দেশীয় ধারালো অস্ত্র ও হাতুড়ি নিয়ে হামলা করে। মামুন সিদ্দিকীকে মাথায় কোপ ও পায়ে বাড়ি দেয়। আমাদেরকে হাতুড়ি দিয়ে পিটায়।

এদিকে অপর একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, মাটি কাটা ব্যবসাকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটে থাকতে পারে।

আহতদের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, গুরুতর আহত মামুন ও শরীফের অবস্থা শঙ্কামুক্ত হবার পর তারা মামলা দায়ের করবে।

কালিহাতী থানার ওসি মোহাম্মদ কামরুল ফারুক জানান, ঘটনার পর থেকেই আমরা অভিযুক্তদের আটকের চেষ্টা করে যাচ্ছি। আহতদের স্বজনেরা আজ মামলা দায়ের করতে