দেলদুয়ারে বীজ ও তাঁত মেলা
শ্রীলঙ্কা, মায়ানমার ও বাংলাদেশের যৌথ অংশগ্রহণে টাঙ্গাইলে বীজ ও তাঁত মেলা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী দেলদুয়ার উপজেলার রিদয়পুর বিদ্যাঘরে উবিনীগ, নয়াকৃষি আন্দোলনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ ছাড়াও মায়ানমার এবং শ্রীলঙ্কার বীজ ও স্থানীয় বস্ত্রশিল্প সর্ম্পকে তুলে ধরা হয়েছে।
নয়াকৃষি আন্দোলনের সংগঠক ফরহাদ মজহারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মায়ানমারে থেত নাইং তুন, শ্রীলঙ্কার জয়সিরি প্রেমরত্নে ও নিরোশানি মহেশিকা; দেলদুয়ার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এস এম ফেরসৌদ আহমেদ, পাথরাইল তাঁত সমিতির সভাপতি রঘুনাথ বসাক, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, পাথরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাম বসাক, দেলদুয়ার প্রেসক্লাবের সভাপতি নরুল ইসলাম, বীজ বিস্তার ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এম এ সোবহান।
এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি