মহিলা আ.লীগের সাধারণ সম্পাদিকা’র নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
টাঙ্গাইল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদিকা ফেরদৌসী আক্তার রুনু’র নেতৃত্বে বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী মঙ্গলবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র ও শহর আওয়ামী লীগের সভাপতি এস এম সিরাজুল হক আলমগীর।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুজ্জামান সোহেল, শ্রম বিষয়ক ওয়াজির হাসান খান শরীফ হাজারী, সদস্য আকরাম হোসেন কিসলু, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মো: শাসম্ উদ্দিন এ্যাডভোকেট, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাতিনুজ্জামান খান সুখন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন খান তোফা, যুগ্ম সম্পাদক মো: হযরত আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক আহম্মেদ রাজীব ও সাবেক যুগ্ম আহবায়ক তানভীরুল ইসলাম হিমেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এছাড়াও জেলা মহিলা আওয়ামী লীগের একাংশ ফেরদৌসী আক্তার রুনু’র নেতৃত্বে বিভিন্ন ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের নেত্রী ও কর্মী সমর্থকগণ অনুষ্ঠানে অংশ নেয়। এসময় মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচী পালন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ জেবুন্নেছা জেবু।
এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি