টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার সকালে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে আলোচনা সভা, কেক কাটা ও র্যালীর আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।
এতে মহিলা আওয়ামী লীগ টাঙ্গাইল জেলা শাখার সভাপতি নাছিমা বাছিতের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন টাঙ্গাইল-২ (ভূঞাপুর-গোপালপুর) আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি, যুগ্ম সাধারণ সম্পাদক সুভার চন্দ্র সাহা, প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ তারেক মাহমুদ পুলু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফারুক হোসেন মানিক, সদর উপজেলা পরিষদের সাবেক বাইস চেয়ারম্যান মো. আব্বাস আলী, জেলা ছাত্রলীগের সভাপতি সোহানুর রহমান সোহান প্রমুখ।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুমা খান।
পরে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের নেতৃত্বে কেক কাঁটা ও আলোচনা সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি