ভুঞাপুরে হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবি ! থানায় অভিযোগ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় হত্যার হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগে ভূঞাপুর থানায় অভিযোগ করা হয়েছে মো. ওমর শরীফের বিরুদ্ধে। রোববার ভুঞাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ভুক্তভোগী প্রবাসী ফেরত শেরআলী।
লিখিত অভিযোগ থেকে জানাযায়, উপজেলার কাগমারী পাড়া এলাকার মৃত আমির আলী ছেলে শেরআলী দীর্ঘ দিন তিনি সৌদি আরবে থাকতেন। এখন তিনি ভুঞাপুরের কাগমারী পাড়ায় বসবাস করছেন। একই এলাকার নূরুল ইসলামের ছেলে মো. ওমর শরীফ শীর্ষ চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ী নামে খ্যাত এবং তিনি খারা প্রকৃতিক লোক।
তার চলাফেরা সামাজিক ভাবে সন্দেহজনক এবং ভয়ংকর। আমি শেরআলী বিদেশ থেকে বাড়িতে আসার পর বিভিন্নভাবে ভয়ভীতি দেখিয়ে আমার কাছ থেকে ৩৫ হাজার টাকা নেয়। আবার তিনি ফেব্রুয়ারীর ১৫ তারিখে আমার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাকে হত্যার হুমকি দেয়। ফেব্রুয়ারীর ২৪ তারিখে শীর্ষ চাঁদাবাজ ওমর শরীফসহ তার বাহমভূক্ত লোকজনেরা আমার বাড়ীতে আসে আমাকে হত্যা করারজন্য।
স্থানীয়দের প্রবল প্রতিরোধের কারনে প্রাণে বেচেঁ যাই। পরে সন্ধ্যায় কাগমারী পাড়া বাজার মুদি দোকানদার উজ্জল এবং চায়ের দোকানদার আমিনুরের দোকানের সামনে মো. ওমর শরীফ এবং তার লোকজনেরা আমাকে হত্যার জন্য আক্রমন করে। পরে দোকানে সামনে অবস্থানরতরা বাধা দিলে তারা এক পর্যায়ে ব্যর্থ হয়। তারা চলে যাওয়ার সময় বলে তোর এত বড় সাহস চাঁদা দিতে বাধা দেস তোকেসহ শফিককে হত্যা করবো। দেখি এরপর তোর কোন বাপে বাঁচায়। ফেব্রুয়ারীর ২১ তারিখে আবার মোবাইল ফোনে আমাকে হত্যার হুমকি দেয়।
এম.কন্ঠ/২৭ ফেব্রুয়ারি/ এম.টি