টাঙ্গাইল আইনজীবী সমিতি নির্বাচনে সভাপতি শামিমুল ও সম্পাদক মিন্টু বিজয়ী
নিজস্ব প্রতিবেদক :
টাঙ্গাইল জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের এ. কে. এম. শামিমুল আকতার সভাপতি ও মোহাম্মদ শাহান শাহ সিদ্দিকী মিন্টু সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
১৪টি পদের মধ্যে এই প্যানেল থেকে বিজয়ী হয়েছেন আরো চারজন। অন্য দিকে বিএনপি সমর্থিত প্যানেলের প্রার্থীরা জয় পেয়েছেন আটটি পদে।
ভোট গণনা শেষে মঙ্গলবার মধ্যে রাতে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট খান মোহাম্মদ খালেদ। মোট ৭৮৯ জন ভোটাররের মধ্যে ভোট দিয়েছেন ৭৪২ জন।
আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের বিজয়ী অন্য প্রার্থীরা হলেন-সহ-সভাপতি-নুরুল আমিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক-এস. এম জহিরুল ইসলাম এবং নির্বাহী সদস্য পদে হুমায়ন কবীর ও নুরুল ইসলাম।
অন্য দিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের বিজয়ী প্রার্থীরা হলেন-সহ-সভাপতি-খোরশেদ আলম, যুগ্ম-সম্পাদক-আতিকুর রহমান মিয়া (জামিল), লাইব্রেরী সম্পাদক-খন্দকার মনিরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক-আব্দুল খালেক মিয়া এবং নির্বাহী সদস্য পদেÑ রাসেল দেওয়ান, আসাদুজ্জামান, আব্দুল জলিল ও জসিম উদ্দিন।
এম.কন্ঠ/২১ ফেব্রুয়ারি/ এম.টি
সংবাদটি শেয়ার করুন