ঘাটাইলে সংসদ সদস্য রানাকে সংবর্ধনা
টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে নব নির্বাচিত সংসদ সদস্য আমানুর রহমান খান রানাকে সংবর্ধনা দেয়া হয়েছে। মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাচন অফিসার ইরতিজা হাসানের সভাপতিত্বে মুক্তিযোদ্ধা এমদাদুল হক খান হুমায়নের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মিয়া, অধ্যাপক বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনা সুলতানা শিল্পি, ঘাটাইল থানা অফিসার্স ইনচার্জ (ওসি তদন্ত)সজল খান, ঘাটাইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান হিরা, দিঘলকান্দি ইউপি চেয়ারম্যান রেজাউল করিম মটু, সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আরিফ হোসেন, আওয়ামী লীগ নেতা মোতালিব হোসেন, জেলা পরিষদে সদস্য রোকনুজ্জামান ঠান্ডু, দিগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ মামুন প্রমুখ।
এম.কন্ঠ/২১ ফেব্রুয়ারি/ এম.টি
সংবাদটি শেয়ার করুন

























