সংরক্ষিত আসনে মনোনয়ন পেলেন ব্যারিস্টার ফারজানা
দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে এমপি পদে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার উম্মে ফারজানা ছাত্তার। তিনি ময়মনসিংহ থেকে মনোনয়ন পেয়েছেন। ব্যারিস্টার ফারজানা ছাত্তারের বাবা বীর মুক্তিযোদ্ধা আব্দুছ ছাত্তার ময়মনসিংহ-৮ আসনের সাবেক সংসদ সদস্য ছিলেন। তার স্বামী ব্যারিস্টার মাহিন এম রহমান সুপ্রিম কোর্টের একজন বিশিষ্ট আইনজীবী।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) ব্যারিস্টার ফারজানা ছাত্তার ঢাকা পোস্টকে বলেন, আমাকে জাতীয় সংসদের সংরক্ষিত আসনে প্রার্থী হিসেবে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এর আগে বুধবার বিকেলে গণভবনে জাতীয় সংসদের সংরক্ষিত আসনের প্রার্থীদের তালিকা ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
ওবায়দুল কাদের জানান, মোট ১ হাজার ৫৫৩ প্রার্থী এবার মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। এর মধ্য থেকে যাচাই–বাছাই করে ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হয়েছে।