টাঙ্গাইলে শ্রমিককে মারধর ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সদস্য ড্রাইভার ইমরান নামে এক শ্রমিককে মারধর ও নির্যাতনের ঘটনায় মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সাধারণ শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেন তারা।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন টাঙ্গাইল জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ছোবহান মিয়া, আনোয়ার হোসেন ড্রাইভার, হোসেন ড্রাইভার, বাবু ড্রাইভার, রাজিব ড্রাইভার, মোকলেছ ড্রাইভার, জব্বার ড্রাইভার, আইনাল ড্রাইভার, বাপ্পি ড্রাইভার, মনির ড্রাইভার ও শহিদ ড্রাইভার প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাং লড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সদস্যবৃন্দ।

হামলার শিকার ড্রাইভার মো. ইমরান বলেন, গত সোমবার সুরুজ ঘারিন্দার মাঝা মাঝি এলাকায় আমরা দু’টি মিনি ট্রাকে সরকারি কাজের ব্যবহৃত পাইলিংয়ের মালামাল ট্রাকে লোড করার সময় দু’টি মোটরসাইকেল যোগে ৪জন লোক এসে আমাদের বলে ট্রাক লোড করা যাবে না। পরে আমরা বলি কিসের জন্য লোড করা যাবেনা। ওরা বলে ৪হাজার টাকা দিয়ে তার পর ট্রাক লোড করতে হবে। আমি বলি আপনারা কে তারা বলে আমরা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক এ কথা বলেই আমার উপর চড়াও হয়ে এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে গায়ে হাত তুলে। তখন আমি নিজেকে রক্ষা করার সার্থে ৯৯৯ ফোন করি।
পরে আরো ২০-থেকে ২৫জন লোক এসে পুলিশ আশার আগেই আমাকে বেধরক পারপিট করে। পরে পুলিশ এসে তাদের হাত থেকে আমাকে রক্ষা করে। পরবর্তীতে টাঙ্গাইল জেলা ট্রাক, ড্রাম ট্রাক, কভার ভ্যান, ট্যাং লড়ী, মিনি ট্রাক ও পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি বালা মিয়াসহ নেতৃবৃন্দ ন্যায্য বিচার করে দিবে বলে আমাদের পুলিশের কাছ থেকে রেখে দেয়। পরে ন্যায্য বিচার তো দুরের কথা উল্টো আমাদের কাছ থেকে ২০হাজার টাকা জরিমানা করে আমাদেরকে ক্ষমা চেয়ে মিমাংশা করে দেয়। আমি চাঁদাবাজদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানাই। এ ব্যাপারে টাঙ্গাইল সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
এম.কন্ঠ/২৮ মার্চ/এম.টি


























